
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুসারে, তেল পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৪.৩৭৪ ডলারে। খবর ইউএস টুডের।
এর আগে গত মার্চ মাসে প্রতি গ্যালন তেল রেকর্ডমূল্য ৪.৩৩১ ডলারে বিক্রি হয়। কিন্তু মঙ্গলবার সে দাম ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপিত হলো।
তেলের দাম এমন আকাশচুম্বি হওয়ার মূল কারণ হলো অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া। গত সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছুঁই ছুঁই করছিল, এখন তা ১১০ ডলারের কাছাকাছি।
গত ৩০ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম শতরা ৭ ভাগ কমেছিল যার ফলে এপ্রিলে জ্বালানি তেলের দাম সামান্য নিচে নামে। কিন্তু বর্তমানে তেলের দাম শতকরা ১০ ভাগ বেড়েছে।
আমেরিকার বাজারে ডিজেলের খুচরা দামও বেড়েছে। সেখানে প্রতি গ্যালন ডিজেল বিক্রি হচ্ছে ৫.৪৫ ডলারে। এটিও ডিজেলের দামে নতুন রেকর্ড।
সাম্প্রতিক এক জরিপ জানাচ্ছে যে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে আমেরিকার এক-তৃতীয়াংশ গাড়ির মালিক গাড়ি চালানোর অভ্যাসে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho