কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স বদরুল ইসলাম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে সয়াবিন তেল উদ্ধার করে কম দামে (পূর্বের মূল্য) উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়াও সয়াবিন তেল মজুতের অপরাধে ওই ব্যবসা প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে বুধবার (১১ মে) হোসেনপুর উপজেলা বাজারের কলেজ রোডে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। এ তদারকি কার্যক্রমে জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশ লাইনের একটি তদারকি টিম সহযোগিতা করে।
জেলা ভোক্তা অধিকার অফিস সূত্রে জানায়, সয়াবিন তেলের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিল হোসেনপুর বাজারের কলেজ রোডের মেসার্স বদরুল ইসলাম সরকার নামের ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও প্রতিষ্ঠানটির গোডাউনে অভিযান পরিচালনা করে সেখানে ২০০ লিটার সয়াবিন তেল মজুত পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা ও গোডাউনে অভিযান পরিচালনা করে সেখানে মজুত পাওয়া ২০০ লিটার তেল সরকার নির্ধারিত পূর্বের মূল্যে বিক্রি করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।