ওয়ারেন্ট তামিল, অস্ত্র, মাদক উদ্ধারে গত ১ বছরে সফলতার স্বাক্ষর রাখায় চট্টগ্রামের ১৭টি থানার মধ্যে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
১২ মে বৃহস্পতিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হক বিপিএম (সেবা) একই সাথে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই বিল্লাল হোসেন শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন গত বছর অক্টোবর মাসে একইভাবে সাতকানিয়া থানায় কর্মরত থাকাকালীন পুরষ্কৃত হয়েছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।