
অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন টলিউডের জনপ্রিয় তারকা। অনেক দিন ধরেই কড়া ডায়েট মেনে চলছেন ঐন্দ্রিলা। মেদহীন ফিগারের জন্য তার বিরামহীন চেষ্টার ফল এখন দৃশ্যমান; যা দেখে চমকে যাচ্ছেন অনেকেই। আর এ কারণেই মন খারাপ অঙ্কুশের।
লন্ডনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে নতুন ছবিতে অভিনয়ের কাজ শেষ করেছেন অঙ্কুশ হাজরা। এবার রাজা চন্দের আগামী ছবির শুটে ব্যস্ত তিনি। সেই ছবিতে তার বিপরীতে আছেন ঐন্দ্রিলা। শুট উপলক্ষে তিনিও তাই লন্ডনে।
আর সেখান থেকেই মন খারাপের কথা জানান অঙ্কশ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন- ইশশ! আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল! সঙ্গে প্রেমিকার আগের ও বর্তমানের দুটো ছবি দিয়েছেন তিনি।
তবে আসল ঘটনা অন্য। নায়িকা কিন্তু হারাননি। হারিয়ে গিয়েছে তার আগের চেহারা। আগে তার চেহারা যথেষ্ট ভারি ছিল। গালগুলোও ছিল ফোলা ফোলা। সেই ঐন্দ্রিলা শরীরচর্চা করে এখন ছিপছিপে। ফোলা গাল উধাও। ফলে মনের সুখে আর ঐন্দ্রিলার গাল চটকাতে পারছেন না অঙ্কুশ! সেই আক্ষেপের কথাই তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১২ মে) ইনস্টাগ্রামে এই অভিনেতা লিখেছেন- ইশশ! আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল! খুব চেষ্টা করছি ওর গালে চকোলেট, মিষ্টি, ফাস্ট ফুড আরও অনেক কিছু ঢুকিয়ে দিতে। আমি পুরোনো ঐন্দ্রিলাকে ফেরত চাই।
পেশাগত জীবনের বাইরে তাদের মধ্যে প্রায় এক দশক ধরে মনের লেনদেন। যদিও এখনো বিয়ে করেননি। তবে বসবাস করেন একসঙ্গেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho