ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সপিন রায় (৩০) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত সপিন উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের বাজে বকসা গ্রামের হাকিম রায়ের ছেলে ।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত সপিন কাঠ মিস্ত্রির কাজ করতেন। প্রতিদিনের ন্যায় আজকেও অন্যের বাড়িতে কাজ করতে যায় এতে কাজ করার সময় হঠাৎ করে বৈদ্যুতিক শক লেগে সপিনের মৃত্যু হয়৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, আমি সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি৷
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।