প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২২, ৯:৫৩ পি.এম
বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হতে বাধ্যঃ ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মত হতে বাধ্য এর কারণ হচ্ছে দেশের অর্থনীতি ধংস্ব হয়ে যাচ্ছে। এদেশে ঋণ বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ জনগনের ঘাড়েই চাপাঁনো হচ্ছে। এসব কারণে দেশে সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং মানুষ পথে নামতে বাধ্য হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যার্থ। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বানিজ্য মন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিৎ উল্লেখ করে তিনি আরো বলেন, বাণিজ্যমন্ত্রী নিজে একজন বড় ব্যবসায়ী মানুষ। উনার ব্যবসায়ীদের চরিত্র সম্পর্কে ধারণা থাকা উচিৎ ছিল। সেক্ষেত্রে ব্যবসায়ীদের বিশ্বাস করা মানে তাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। গোটা যে অবস্থাটা সে অবস্থায় আমরা দেখতে পাই সরকারের পরিচ্ছন্ন মদদে এই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের বড় ধরনের সিন্ডিকেট আছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৩ মে) দুপুর ৩ টায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খারুয়াডাঙ্গা এলাকায় নির্বাচনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এরপরে বিভিন্ন সময় আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ও আহত ১০ জন নেতাকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেন ও নগদ অর্থ প্রদান করেন ফখরুল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলার অন্য সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho