
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার পৌর শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বোতলজাত প্রায় সাড়ে ছাব্বিশ হাজার ( প্রায় সাড়ে ২৬ হাজার লিটার ) ভোজ্য সয়াবিন তেল জব্দ ও এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এবং সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৷
সকাল আটটা থেকে প্রায় সাত ঘণ্টার অভিযানে পৌর শহরের অর্ণব বাণিজ্যালয়ে গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বোতলজাত প্রায় চৌদ্দ মেট্রিক টন সয়াবিন তেল জব্দ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ৷ অপরদিকে দত্ত এন্ড ব্রাদার্সের গুদামে অভিযান চালিয়ে বোতলজাত প্রায় সাড়ে বারো মেট্রিক টন সয়াবিন তেল জব্দ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷ এছাড়া ব্যবসায়ী শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জব্দকৃত সয়াবিন তেল উপজেলা প্রশাসন থেকে সরকারী নির্ধারিত দামে সাধারণ জনগণের মাঝে বিক্রি করে সে টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হবে৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho