প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২২, ১১:১০ পি.এম
তুমি চলে গেছো

কবিতাঃ তুমি চলে গেছো
মোঃ মাসুদ রানা মাসুম
নীলকাব্য তুমি চলে গেছো
কখনও বুঝনি আমার নীরবতা।
আমাকে এক একাকিত্বের গহ্বরে ফেলে রেখে তুমি চলে গেছো।
যেদিন তুমি চলে গেছো
তার পরে আর কোনো সূর্যদ্বয় আমার মনে নেই।
দু-চোখে কেবল সূর্যাস্তই দেখা মেলে।
শরৎ বা বসন্ত কোন কিছুই আর আমাকে ছুঁতে পারেনা।
নিরন্তর এ একাকিত্ম আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে।
যতবার ভাবি ভুলে যাবো সব
ততবার আমি আঁটকে পরি।
পারিনা তোমার মতো বাঁধন ছিরে বেরিয়ে আসতে।
তুমি তো চলে গেছো
তবে আমি পারছি না সবটা মেনে নিতে।
আদৌ পারবো কি জানি না।
নিজেকে ভুলে নতুন এক তুমি সৃষ্টি হয়েছো
যে তুমি তে আমি ছারা বাকি সব আছে।
যারা কখনও ছিল না তারাও ঠাই করে নিয়েছে,শুধু আমি নেই।
আমার অব্যক্ত কাব্য তুমি কখনও বুঝনি।
স্বার্থে অন্ধ হয়ে নিজেকে সুখে রাখার মহা প্রলয়ে ব্যস্ত।
এতদিন এটা শুনেছি তুমি চলে গেছো,
কিন্তু মানিনি।
আজ মানছি সত্যিই তুমি চলে গেছো।
তুমি চলে গেছো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho