ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের দুই খালাতো ভাই ও ইউপি সদস্যসহ সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত।
নিহতরা হলেন- উপজেলার নেকমরদ কারিগরি কলেজের অধ্যক্ষ নুহেদ আলমের ছেলে রাণীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ছাত্র নোয়াজিস তাসিন(১৫), হরিপুর উপজেলার ড.ওসমান গনির ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ ইবনে ওসমান( ২৩) এবং বোচাগঞ্জ উপজেলার ইউপি সদস্য রাকিব হাসান(৩০)।
গতকাল রবিবার (১৫ মে) রাত ১২টার দিকে দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাযর ঘটনা ঘটে।
নিহতদের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে, সাদ ও তাসিন আপন খালাত ভাই এবং রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার ভাগিনা পারিবারিক সূত্রে জানা গেছে, তাসিনের মা আইরিন সহ খালাতো ভাই সাদ নিজ প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে গাড়ির তেল ফুরিয়ে যায়।
দুই ভাই পার্শ্ববর্তী পেট্রোল পাম্প থেকে তেল কিনে মঙ্গলপুর ইউপি সদস্য রাকিবের মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পিছনদিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে নিহত হন।
এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাণীশংকৈলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।