শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আফ্রিকার বিরল ‘কাইজেলিয়া’ গাছ বিলুপ্তের পথে

বিলুপ্তের পথে কাইজেলিয়া, গাছটির বৈজ্ঞানিক নাম (Kigelia africana) গাছটির বাস আফ্রিকায় হলেও দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের প্রতিষ্ঠালগ্নে কতিপয় বৃক্ষ প্রেমিক গাছটিকে আনুমানিক ১৯২০ সালের দিকে এখানে রোপন করেছিলেন।
কারমাইকেল কলেজ ছাড়া এ গাছটি কোথাও দেখতে পাওয়া যায়না।
গাছটির উচ্চতা ২০ থেকে ২৫ মিটার। ফুল হয় মেরুন অথবা কালচে লাল রং-এর। ফল লম্বাটে ও গোলাকার, ফল গুলির ওজন ৫ থেকে ১০ কেজি।
গাছটির ফল কাঁচা অবস্থায় সবুজ রং-এর পাকলে বাদামি।
এই ফল বিষাক্ত তবে অত্যন্ত রোচক। এটি প্রক্রিয়াজাত করে আলসার, সিফিলিস, সর্পদংশনের ঔষধ, বাত,ছত্রাক দমন, চর্মরোগ,মেয়েদের প্রসাধনী সামগ্রী, এমনকি ক্যান্সার রোগের চিকিৎসাতেও বহুল ব্যবহৃত হয়।
এশিয়াতে গাছটি লুপ্ত প্রায়। যদি গাছটির সঠিক পরিচর্যা না করা হয় তবে অচিরেই গাছটি নিঃশেষ হয়ে যাবে।

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

আফ্রিকার বিরল ‘কাইজেলিয়া’ গাছ বিলুপ্তের পথে

প্রকাশের সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
বিলুপ্তের পথে কাইজেলিয়া, গাছটির বৈজ্ঞানিক নাম (Kigelia africana) গাছটির বাস আফ্রিকায় হলেও দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের প্রতিষ্ঠালগ্নে কতিপয় বৃক্ষ প্রেমিক গাছটিকে আনুমানিক ১৯২০ সালের দিকে এখানে রোপন করেছিলেন।
কারমাইকেল কলেজ ছাড়া এ গাছটি কোথাও দেখতে পাওয়া যায়না।
গাছটির উচ্চতা ২০ থেকে ২৫ মিটার। ফুল হয় মেরুন অথবা কালচে লাল রং-এর। ফল লম্বাটে ও গোলাকার, ফল গুলির ওজন ৫ থেকে ১০ কেজি।
গাছটির ফল কাঁচা অবস্থায় সবুজ রং-এর পাকলে বাদামি।
এই ফল বিষাক্ত তবে অত্যন্ত রোচক। এটি প্রক্রিয়াজাত করে আলসার, সিফিলিস, সর্পদংশনের ঔষধ, বাত,ছত্রাক দমন, চর্মরোগ,মেয়েদের প্রসাধনী সামগ্রী, এমনকি ক্যান্সার রোগের চিকিৎসাতেও বহুল ব্যবহৃত হয়।
এশিয়াতে গাছটি লুপ্ত প্রায়। যদি গাছটির সঠিক পরিচর্যা না করা হয় তবে অচিরেই গাছটি নিঃশেষ হয়ে যাবে।