
যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের সমস্যা যেন দিন দিন বেড়েই চলছে। এবার ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে দলের এক এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র ওই অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি। এমনকি তিনি এমপি কিনা সে ব্যাপারেও নিশ্চিত কিছু বলেননি। এক বিবৃতিতে পুলিশ জানায়, ২০২০ সালের জানুয়ারিতে একটি যৌন অপরাধ সম্পর্কিত রিপোর্ট আসে। সেখানে ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত লন্ডনে এই অভিযুক্তের ঘটানো অপরাধ সম্পর্কে জানানো হয়।
এ ছাড়া ওই এমপির বিরুদ্ধে তার পদের অপব্যহার ও সরকারি অফিসে বসে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। ধর্ষণ, যৌন নিপীড়ন, পদের অপব্যহার ও সরকারি অফিসে অসদাচরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের ওই মুখপাত্র জানান।
এদিকে এক বিবৃতিতে কনজারভেটিভ পার্টি জানিয়েছে, এ অভিযোগের তদন্ত চলার কারণে চিপ হুইপ ওই এমপিকে সংসদে উপস্থিত না হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। -সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho