প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২২, ৯:৫৯ পি.এম
হামলা ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে জেলা আ. লীগের বর্ধিত সভা

ঝিনাইদহ পৌরসভার সতন্ত্র মেয়র প্রার্থী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে।
আজ বুধবার (১৮ মে) বর্ধিত সভায় বলা হয়েছে ওই হামলার সাথে ঝিনাইদহ আওয়ামী লীগের কোন নেতা-কর্মী জড়িত নয়।
যারা হামলা ভাংচুর করেছে ভিডিও ফুটেজে তা স্পষ্ট আছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে বর্ধিত সভা থেকে।
বর্ধিত সভা শেষে নেতৃবৃন্দ জাহিদ হোসেন মুসা মিয়ার বাড়িতে যান এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
সহানুভুতি প্রকাশ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, খালেদা খানম এমপি, শফিকুল আজম খান চঞ্চল এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় মেয়র প্রার্থী হিজলসহ জাহিদ হোসেন মুসা মিয়ার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho