Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ১৯ মে ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

সাথিয়ায় গাঁজার গাছসহ আটক-১

পাবনা থেকে আলমগীর কবির পল্লব 
মে ১৯, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে  পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় জেলার প্রতিটা থানার পুলিশ সদস্য অবিরাম কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় গতকাল ১৮ই মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সাথিয়া

থানার এসআই  ফারুক সরকার, এসআই সজিবুল করিম, এএসআই আলী আকবর, এএসআই ইজাজুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাঁথিয়া থানাধীন নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামে।
এসময় ওই গ্রামের  মোহাম্মদ খবির মোল্লা(৪৫), পিতা- মৃত জুলমত মোল্লা এর  বাড়ির পিছনে সযত্নে লালন করা অবস্থায় ছোট-বড় মোট পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করেন এবং গাঁজার গাছ লালন পালনকারী আসামী মোহাম্মদ খবির মোল্লা(৪৫), পিতা -মৃত জুলমত মোল্লা, গ্রাম -সোনাতলা (হারিয়া ক্যানাল পাড়া )থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা কে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত গাজার গাছগুলোর ওজন ৩০ (ত্রিশ) কেজি।
এবিষয়ে সাথিয়া থানার ওসি জনাব মোঃ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম  সাংবাদিকদের জানান, আমরা আমাদের থানা এলাকাকে সকল অপরাধ থেকে মুক্ত  রাখতে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।