শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রুমমেট

কবিতাঃ রুমমেট
মোঃ মাসুদ রানা মাসুম
তুমি যখন বাস্তবিকতায় ক্লান্ত
চারপাশটা মরুময়।
স্নিগ্ধতা হীনতায় বিপর্যস্ত,
অব্যক্ত বেদনা চেপে রেখে
বলার মতো কেউ নেই।
পাশে পাবে তখন একজনকে
এ সম্পর্ক যেন অজ্ঞাতনামা!
কখনও ভাই,বন্ধু বা প্রিয়জন বেশে।
স্নেহ-ভরে বুকে টেনে নিয়ে শেষে।
সবটা বলা যায় তাকে বিশ্বাস ভরে।
সুযোগ নেয়না সে,সর্বদা থাকে পাশে।
তোমার অসুস্হ মনে প্রদীপ জ্বালায়ে
অনুপ্রেরণা বা শাসনের চোখে।
বিপদের কালে বন্ধুর মতো
বটবৃক্ষের ন্যায় আগলে রাখে।
পরিবারহীন এ-নির্মম শহরে
বেঁচে থাকা দায়,
মন যাহা চায়।
যদি থাকে সে অদূরে।
আপন ঠিকানা ছেড়ে অন্য এক ঘরে
থাকিতে হয় আমারে।
এ যেন এক নতুনত্বের দিশারী
মন চায় বাড়ি যায় কোন এক ভোরে।
তবে এ ঘরে আরো কেউ থাকে
যে ছিলোনা কেউ,তবুও আগলে রাখে।
রুমমেট বলে ডাকি তারে,
সে ভীষণ ভালবাসে মোরে।
পরিবারহীনতা ভুলে থাকা যায়
যদি দেখি তাহারে।
ভালবাসি ভাই অনেক বেশি,
মুনাজাতে রাখবেন আমারে।
আমি এই কবিতাটি আমার রুমমেট ফেরদৌস ফারহান (সভাপতি,চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবি) ভাইকে উৎসর্গ করছি।

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

রুমমেট

প্রকাশের সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
কবিতাঃ রুমমেট
মোঃ মাসুদ রানা মাসুম
তুমি যখন বাস্তবিকতায় ক্লান্ত
চারপাশটা মরুময়।
স্নিগ্ধতা হীনতায় বিপর্যস্ত,
অব্যক্ত বেদনা চেপে রেখে
বলার মতো কেউ নেই।
পাশে পাবে তখন একজনকে
এ সম্পর্ক যেন অজ্ঞাতনামা!
কখনও ভাই,বন্ধু বা প্রিয়জন বেশে।
স্নেহ-ভরে বুকে টেনে নিয়ে শেষে।
সবটা বলা যায় তাকে বিশ্বাস ভরে।
সুযোগ নেয়না সে,সর্বদা থাকে পাশে।
তোমার অসুস্হ মনে প্রদীপ জ্বালায়ে
অনুপ্রেরণা বা শাসনের চোখে।
বিপদের কালে বন্ধুর মতো
বটবৃক্ষের ন্যায় আগলে রাখে।
পরিবারহীন এ-নির্মম শহরে
বেঁচে থাকা দায়,
মন যাহা চায়।
যদি থাকে সে অদূরে।
আপন ঠিকানা ছেড়ে অন্য এক ঘরে
থাকিতে হয় আমারে।
এ যেন এক নতুনত্বের দিশারী
মন চায় বাড়ি যায় কোন এক ভোরে।
তবে এ ঘরে আরো কেউ থাকে
যে ছিলোনা কেউ,তবুও আগলে রাখে।
রুমমেট বলে ডাকি তারে,
সে ভীষণ ভালবাসে মোরে।
পরিবারহীনতা ভুলে থাকা যায়
যদি দেখি তাহারে।
ভালবাসি ভাই অনেক বেশি,
মুনাজাতে রাখবেন আমারে।
আমি এই কবিতাটি আমার রুমমেট ফেরদৌস ফারহান (সভাপতি,চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবি) ভাইকে উৎসর্গ করছি।