দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন খারাপ হয়ে যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির এখন পদ্মাসেতু দেখে গাত্রদাহ হচ্ছে। তাই আওয়ামী বিরোধীদের মন খারাপ।
কাদের বলেন, শেখ হাসিনা দেশে আসায় আমরা মহাকাশ জয় করেছি, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ, আহসান উল্লাহ মাস্টার, ময়জুদ্দীনের গাজীপুরে কেনো দলীয় কোন্দল? নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।
এ সময় সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা বিভগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুস রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ কেন্দ্রীয় নেতারা।
দীর্ঘ ১৯ বছর পর আজ অনুষ্ঠিত হলো গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
এ সম্মেলনে ৩০০ কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটসহ লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব পুরো জেলা শহরে।