কিশোরগঞ্জে অভিনব কায়দায় ব্যাংকে চুরি করতে গিয়ে নিরাপত্তায় নিয়োজিত আনসারের হাতে ধরা পড়েছেন রোমান (২২) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে অগ্রণী ব্যাংক, কিশোরগঞ্জ শাখায়।
অগ্রণী ব্যাংক, কিশোরগঞ্জ শাখা সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার সময় ব্যাংকের এজিএম এর সাথে অজ্ঞাত দুই ব্যক্তি ক্যাশ কাউন্টারের ভিতরে ঢুকে পড়েন। একই সময় মার্কেন্টাইল ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে অগ্রণী ব্যাংকে জমা দেয়ার জন্য নিয়ে আসা টাকার বান্ডেল ক্যাশ কাউন্টারের ভিতরে টেবিলের উপর স্তূপ করে রাখা হয়। এ সময় অগ্রণী ব্যাংকের এজিএম এর সাথে আসা ব্যক্তি টেবিলের উপর স্তূপকৃত টাকার বান্ডেল হাত দিয়ে একটি বান্ডেল তুলে নেয়। এসময় তাৎক্ষণিক দৃশ্যটি দেখে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে অভিযুক্ত ব্যক্তি তা অস্বীকার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অগ্রণী ব্যাংকের নিরাপত্তারক্ষী আনসার সদস্য অভিযুক্ত ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন।
এ বিষয়ে ব্যাংকের এজিএম মো. জয়নাল আবেদীন বলেন, মার্কেলটাইন ব্যাংক থেকে জমা দেওয়ার জন্য টাকা নিয়ে আসার আগ মুহূর্তে ব্যাংকের এক গ্রাহক ২০ লক্ষ টাকা নেয়ার জন্য আসলে আমি ক্যাশ কাউন্টারে প্রবেশ করি টাকা দেয়ার জন্য। অভিযুক্ত ব্যাংকের গ্রাহক আমার পিছন দিয়েই হয়ত ক্যাশ কাউন্টারে প্রবেশ করে যা আমি লক্ষ্য করিনি। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হতবাক হয়েছি। অভিযুক্ত এই গ্রাহক পালিয়ে যাওয়ার সময় আমরা চিৎকার দিলে নিরাপত্তারক্ষী তাকে ধাওয়া করে আটক করেছে। বিষয়টি সম্পর্কে আমি কিশোরগঞ্জ মডেল থানায় ফোন দিয়ে অবগত করার পরে পুলিশ এসে অভিযুক্ত এই ব্যাক্তির থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ব্যাংক থেকে অভিযোগ করা হলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত এই ব্যাক্তি রাজধানী ঢাকার আগারগাঁও এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে বলেও জানান তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।