প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২২, ৯:৩৮ পি.এম
উদীচী শিল্পীগোষ্ঠী জয়পুরহাট জেলা সংসদ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে" এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জয়পুরহাট জেলা সংসদ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২০ (মে) শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় জেলার শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, কবি মরহুম তাহের সরকারের সহধর্মিণী মোছাম্মত আন্জুয়ারা বেগম।
এ অধিবেশনে, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ইউনুছার রহমান এর সভাপতিত্বে ও সহ সভাপতি মোশারফ হোসেন নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, সদস্য মাহমুদুস সোবহান।
প্রথম অধিবেশন শেষে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক দিয়ে শহীদ কবি মাহতাবউদ্দিন বিদ্যাপীঠ স্কুলের হল রুমে গিয়ে পৌঁছে এবং দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু করে। এই অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান রানিং সভাপতি ইউনুছার রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান রানিং সাধারণ সম্পাদক আহম্মেদ তমাল।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জয়পুরহাট জেলা সংসদ ও এর সহযোগী বিভিন্ন ইউনিট এর দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho