প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২২, ১০:০২ পি.এম
শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে যশোর শার্শা থানা পুলিশ।গত বৃহস্পতিবার (১৯ মে) সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
শার্শা থানার এসআই জামাল বলেন, স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি মরদেহ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
গোগা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ জানান, ৪৪ নাম্বার পিলারের কাছ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, শার্শা থানাধীন গোগা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোগা গ্রামের আবদার মোড়ল (জেলেপাড়া),এর বাশবাগানের পাশে ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীতে একজন অজ্ঞাতনামার মরদেহ ভাসছে। পরবর্তীতে থানা পুলিশ বিজিবি ও স্থানীয় লোকজনের সহায়তায় মৃতদেহ উদ্ধার দেখা যায় যে মৃতদেহের হাত পা ও শরীরের বিভিন্ন জায়গায় শিকল পেছিয়ে তালা লাগানো অবস্থায় রয়েছে। মৃতদেহের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে একটি আইডি কার্ড পাওয়া যায় যাতে নাম- মোঃ জহুরুল মন্ডল, পিতা-মোঃ ফজলু মন্ডল,মাতা- মোছা হাজেরা বেগম, জম্ম তাং-২৫/০৪/১৯৮৭, ঠিকানা-গ্রাম- কেশবপুর,ডাক- কিশোরপুর, থানা- বাঘা,জেলা-রাজশাহী লেখা আছে।
উক্ত মৃত ব্যাক্তিকে গত দূইদিন পুর্ব থেকে গোগা বাজারে স্থানীয় লোকজন ঘোরাঘুরি করতে দেখেছে এবং সে আজমীর শরীফে যাবে বলতে শুনেছে। ধারনা করা হচ্ছে সে আজমীর শরীফে যাওয়ার সময় ওই দিন যেকোন সময়ে উক্ত স্থান থেকে নদী পার হয়ে যাওয়ার সময় তার শরীরে ভারী লোহার শিকল দ্বারা তালাবদ্ধ থাকায় সাতার না কাটতে পেড়ে নদীতে ডুবে মারা যায় বলে ধারনা করা হচ্ছে।
পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho