সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ আজ শুক্রবার বিকেলে নিখোঁজের প্রায় তিন দিন পর অটোভ্যান চালক আলম খোন্দকার ( ৪৫ ) মরদেহ বাজার দিয়ার বিল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে ৷
সে উপজেলার কয়ড়া হরিষপুর গ্রামের মৃত আজগর আলী খোন্দকারের ছেলে ৷
মডেল থানা পুলিশ ও পারিবারিক সুত্রে , গত মঙ্গলবার মধ্যরাতের দিকে আলম খোন্দকার একাকী বাড়ী থেকে বের হয়ে যায় ৷ এরপর সে আর বাড়ী ফেরেনি বলে জানা গেছে ৷ এদিকে দুপুরের পর কয়ড়া হরিষপুর বাজার দিয়ার বিলে এলাকার লোকজন তার লাশ দেখতে পায় ৷ এরপর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে ৷
মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে ৷
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।