উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ তালিকায় রয়েছেন যশোরের ঝিকরগাছার কৃতি সন্তান এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মো. মনিরুজ্জামান।
অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক থেকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পাওয়ায় তার নিজ উপজেলার ৮ এতিখানায় এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণসহ এলাকার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সদ্য ডিআইজি পদে পদন্নোতি পাওয়া উপজেলার গদখালীর শরিফপুর গ্রামের সন্তান ডিআইজি মো: মনিরুজ্জামানের নিজহাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন… সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার (২০ মে) মসজিদে দোয়া মাহফিল, এতিম শিশুদের মধ্যে এ খাদ্য বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ডিআইজি মনিরুজ্জামানের অত্যান্ত আস্থাভাজন মোঃ উজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে এলাকার বিভিন্ন মসজিদে ডিআইজি পদে সদ্য পদন্নোতি পাওয়া মনিরুজ্জামানের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে শুভাকাঙ্ক্ষীসহ সকল শ্রেণির মানুষ আল্লাহর দরবারে দোয়া করেন।