শনিবার (২১ মে) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে আমিনপুর ফুটবল মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলনের মাঠ বিভিন্ন পদের ব্যানার পোস্টার আর রঙ বে রঙের ফেস্টুনে ছেয়ে যায় এবং প্রার্থীদের সমর্থনে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল আসতে থাকে। এসময় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন মাঠ পরিণত হয় জনসমুদ্রে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান,বিশেষ অতিথি এস এম কামাল,পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ে কাশিনাথপুর সার্কিট হাউজে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি নবগঠিত আমিনপুর থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন।
এসময় আমিনপুর থানা আওয়ামী লীগের নব কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী খান এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বাবুর নাম ঘোষণা করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।