শরণখোলার বাধাল গ্রামে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই।
শুক্রবার (১৯ মে) রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ আগুনে নগদ ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ধানসাগর ইউনিয়নের বাধাল ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন জানান, তারবাড়ি পাশের ইজিবাইক চালক মাসুম বিশ্বসের ঘরে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগে মালামালসহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন মানুষের ক্ষতি হয়নি। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত বলে তাদের ধারনা। মাত্র চার মাস আগে সাড়ে চার লাখ টাকা ব্যয় করে কাঠ দিয়ে ঘরটি তৈরী করেন মাসুম। আগুনে নগদ ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর- ই আলম সিদ্দিকী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদ থেকে বিধি অনুযায়ী সহায়তা করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।