প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২২, ১১:২৪ পি.এম
ক্ষেতলালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ মে) বিকাল সাড়ে তিনটায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ক্ষেতলাল পৌরসভা ও আলমপুর ইউনিয়ন একাদশ অংশ নেন এবং পৌরসভা ১-০ গোলে বিজয়ী হোন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিবুল হাসান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, পৌর আওয়ামীলীগের সভাপতি দুলাল মিয়া সরদার, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু মুছা কিং, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী শেখ রহিমা তারা, উপজেলা পরিষদের সিএ এস.এম. শওকত, সাংবাদিক হাসান আলী, আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho