Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ২২ মে ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

হাতের তালুতে একসঙ্গে ১৭ টি টেনিস বল রাখতে পারেন মনিরামপুরের খালিদ 

আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা
মে ২২, ২০২২ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

যশোর জেলার মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কাজী আব্দুল বারিক এবং শিউলী বেগম দম্পত্তির বড় ছেলে কাজী খালিদ হাসান(১৭) তার হাতের তালুতে একসাথে সতেরো টি টেনিস বল রাখতে পারে। দীর্ঘদিনের অধ্যাবসায়ে সে এই সক্ষমতা অর্জন করেছে। খালিদের অসাধারণ এই নৈপুণ্য দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তাদের বাড়িতে ভিড় করছে।
সরজমিনে খালিদের সাথে দেখা হলে.. প্রথমেই তিনি এই প্রতিবেদকের সামনে তার নৈপুণ্য প্রদর্শন করে। দুই ভাই বোনের মধ্যে বড় খালিদ। ছোটবোন খাদিজা তুল মারিয়া (৭)। কৃষক পিতার সন্তান খালিদ পলাশি আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র। একটা প্রমান্যচিত্রে একদিন সে দেখেছিল ১৩ টি টেনিস বল একসঙ্গে হাতে রেখে একজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছে। এর থেকে অনুপ্রাণিত হয়ে সে প্রাকটিস শুরু করে এবং এখন একসঙ্গে ১৭ টি বল হাতে রাখতে পারে। খালিদ জানায় এর আগে কেউ একসঙ্গে এতগুলো বল হাতে রাখতে পারেনি। এটি একটি বিশ্ব রেকর্ড। ইতিমধ্যে সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কতৃপক্ষের কাছে তার এই অসামান্য কীর্তির স্বীকৃতি পেতে আবেদন জানিয়েছে। এছাড়াও তার এই রেকর্ড সারা পৃথিবীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।