ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছায় রক্তদান সংস্থা রক্তিমার নতুন কমিটি গঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) এ কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসাইন আদনানকে সভাপতি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শৈবাল নন্দী হিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মেহের আলী এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি উম্মে হাবিবা হ্যাপী, সহ-সভাপতি কাজি মাহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জীম, সহ-সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী কর্মকার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রোহিনী বিশ্বাস।
নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১ বছর তারা এ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ‘ নিরাপদক হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে আসছে।
বার্তা/এন