
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন। আগামী ২৫ মে ইসলামাবাদ অভিমুখী এই লংমার্চ শুরু হবে।
রবিবার (২২ মে) পিটিআইয়ের প্রধান কমিটির বৈঠক শেষে পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইমরান। এসময় দলের প্রধান নেতারা উপস্থিত ছিলেন।
ইমরান খান বলেন, আগামী ২৫ মে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রকৃত স্বাধীনতার লড়াইয়ের জন্য দেশের সর্বস্তরের মানুষকে লংমার্চে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
তিনি বলেন, জনগণের আগ্রহের কেন্দ্রতে ছিল লংমার্চ। তাই আমরা লংমার্চের সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২৫ মে শ্রী নগর হাইওয়েতে আমি আপনাদের সঙ্গে দেখা করব। নতুন সাধারণ নির্বাচন ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা ইসলামাবাদে অবস্থান করব।
এটা রাজনীতি নয়, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ উল্লেখ করে পিটিআই চেয়ারম্যান বলেন, আমাদের জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। আমরা আমদানি সরকার মেনে নেব না। যদি সরকার লংমার্চ বন্ধের চেষ্টা করে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।
সংবাদ সম্মেলন শেষে ইমরান খান নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। আগামী ২৫ মে লংমার্চের বিষয়টি নিশ্চিত করে তিনি পুরো জাতিকে ইসলামাবাদে আসার আহ্বান জানিয়েছেন। তিনি পেশোয়ার থেকে এই লংমার্চের নেতৃত্ব দেবেন।
সূত্র- জিও নিউজ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho