সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ৷ উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা হয়েছে ৷
সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , আঃ বাতেন হিরু , কল্যাণ ভৌমিক , এ আর জাহাঙ্গীর আঃ ছাত্তার , নজরুল ইসলাম , সাহারুল হক সাচ্চু , সাহেব আলী , রাজু আহমেদ সাহান , আবু বক্কার , আল আমিন , রিয়াজুল ইসলাম সবুজ , শিশির আলম , আল মাহমুদ , সঞ্জীব সরকার , ফরহাদ হোসেন আকিব , মইনুল হোসাইন , আলমগীর হোসেন , বায়েজিদ হোসেন , রায়হান আলী , আমিনুল ইসলাম প্রমুখ ৷
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।