Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২৪ মে ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

পিএইচিডি ইনক্রিমেন্ট স্থগিতাদেশের বিরুদ্ধে প্রতিবাদ ইবি শিক্ষক সমিতির

ইবি প্রতিনিধি
মে ২৪, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান স্থগিতাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। সেইসাথে এই স্থগিতাদেশ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৩ মে) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানূর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক  প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রির জন্য ইনক্রিমেন্ট প্রদান স্থগিত সংক্রান্ত ইউজিসির পত্রটি ইবি শিক্ষক সমিতিকে হতবাক করেছে। ইবি শিক্ষক সমিতি মনে করে ইউজিসি এমন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ভিশন- “উচ্চশিক্ষা ও উদ্ভাবনী  গবেষণায় উৎকর্ষতা অর্জন, টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়সমূহকে সার্বিক সুবিধা প্রদান নিশ্চিত করা” থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইউজিসির এ ধরনের বৈষম্যমূলক ও বিমাতাসুলভ পত্র প্রদানে শিক্ষক সমিতি ভীষণভাবে মর্মাহত ও বিস্মিত এবং এ ধরনের অফিসাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এর আগে গত ২২ মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ইনক্রিমেন্ট স্থগিতাদেশের   প্রতিবাদ ও এর দ্রুত প্রত্যাহারের দাবি জানায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।