
নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রান শহরের আশপাশে জঙ্গিদের হাতে অন্তত ৫০ জন নিহত হয়েছে।
রোববার (২২ মে) ক্যামেরুন সীমান্তের কাছে দেশটির উত্তর-পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে বলে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চল, বিশেষ করে বোর্নো রাজ্য জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বে বিদ্রোহের কেন্দ্র হয়ে উঠেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় সাড়ে ৩ লাখ মানুষ হামলা এবং তার পরবর্তী মানবিক সংকটে মারা গেছে।
স্থানীয় বাসিন্দারা সর্বশেষ হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছেন। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অনিয়েমা নওয়াচুকউ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় কৃষক হারুন টম বলেন, আমাদের নিরপরাধ মানুষ যারা তাদের কৃষিজমিতে কাজ করছিল, তাদের হত্যার ঘটনায় আমরা সবাই শোকাহত। আমরা আজ রানে ৫০ জনকে দাফন করেছি।
ঘটনার বর্ণনা দিয়ে কৃষক আগিদ মুহম্মদ বলেন, বোকো হারামের সদস্যরা বিপুল সংখ্যক মোটরসাইকেলে বন্দুক ও চাপাতি নিয়ে এসে আমাদের লোকদের ঘিরে ধরে এবং তাদেরকে একে একে হত্যা করে। তাদের দড়ি দিয়ে বেঁধে জবাই করা হয়।
সূত্র : রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho