জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে যশোর জেলার আটটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ এস এম জিল্লুর রশীদ।
এ সংক্রান্ত গঠিত জেলা নির্বাচন কমিটি যাচাই-বাছাই শেষে গত সোমবার (২৩ মে) তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে ঘোষণা করেন। তিনি ২০০৮ সাল থেকে ঝিকরগাছা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৪ সালে তিনি এই পদে যোগদান করে অদ্যবধি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে একাগ্রভাবে কাজ করে চলেছেন। এএসএম জিল্লুর রশীদ যশোরের বিশিষ্ট আইনজীবী এবং শহীদ মশিউর রহমান আইন কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ কেরামত আলী বিশ্বাসের জেষ্ঠ্য পুত্র।
এদিকে এ এস এম জিল্লুর রশীদের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন, ঝিকরগাছা উপজেলা শাখা সহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।