
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ৮তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখার ৯ম কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রতীক কুমার গুণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ শাহরিয়ার আমিন।
কাউন্সিলে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি লিটন চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক লাবনী সুলতানা ও সাধারণ সম্পাদক টুটুল আলী। এছাড়া, কাউন্সিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির কাউন্সিল শেষে ইবি শাখার কমিটি ঘোষণা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি লিটন চন্দ্র রায়।
কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য মো. মতিন মিয়া, মোস্তাসিম জোবায়ের জয় ও শামীম রেজা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার আমিন বলেন, "দীর্ঘদিন ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম বন্ধ ছিলো। নতুনভাবে আবার আমরা কার্যক্রম শুরু করলাম। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে ও শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবো।"
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho