ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জু্ম্ম ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও হাজলং প্রকাশনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের পেয়ারা তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শেখ রেজাউল করিম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রশিদুজ্জামান, প্রফেসর ড. মনজুর রহমান, প্রফেসর ড. তপন কুমার রায়, প্রফেসর ড. আরমিন খাতুন এবং প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন। সেই সাথে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হিরো চাকমা।
উপস্থিত অথিতিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তারা নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিজের সাথে যুক্ত হওয়ার জন্য বলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক হিরো চাকমা বলেন, ‘জুম্ম ছাত্র কল্যাণ সমিতি’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাহাড়কে প্রতিনিধিত্বকারী সংগঠন এবং এর অন্যতম মুখপাত্র হচ্ছে হাজলং। পাহাড়ের সংস্কৃতিকে বিকশিত করতে হাজলং এর প্রকাশনা অব্যাহত থাকবে এই কামনা করি।”
উল্লেখ, জুম্ম ছাত্র কল্যাণ সমিতি হলো বিশ্ববিদ্যালয়ের তিনটি পাহাড়ি জেলা রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ির শিক্ষার্থীদের গঠিত একটি সংগঠন।