রাজবাড়ীতে পানিতে ডুবে জুনায়েদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জুনায়েদ জেলার বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের জুলহাস মোল্যার ছেলে।
হাসপাতালে নিয়ে আসা মোক্তার হোসেন বলেন,গতকাল বৃহস্পতিবার (২৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে খেলতে খেলতে বাড়ীর পাশের ডোবায় পড়ে যায়। বাড়ীর লোকজন দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।