ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার মান উন্নয়নে আজ শুক্রবার (২৭ মে) এক মত বিনিময় সভায় বিদায়ীদের সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত মত বিনিময় ও বিদায়ীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম আঞ্জুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ ভূঞা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল, সিনিয়র সহ সভাপতি মোঃ মতিউর রহমান আকন্দ,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বছির উদ্দিন আকন্দ প্রমূখ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজীবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হক,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এএইচএম শরিফুল্লাহ মুক্তি,খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঞা মিন্টু, সাংবাদিক এনামুল হক বাবুল সহ সাংবাদিকবৃন্দ, সহকারী শিক্ষা অফিসার গণ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে মত বিনিময় সভায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধণা প্রদান করা হয়।
বার্তা/এন