জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮(মে) শনিবার বিকেল ৩ টায় পরিষদ চত্বরে বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ১ কোটি ৯৫ লক্ষ ৮১ হাজার ৩৩৭ টাকার সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন। আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আওয়ামীলীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদার,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন প্রমুখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।