Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ২৮ মে ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় আল মদিনা বেকারিতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

Link Copied!

ঝিকরগাছা বাসস্ট্যান্ডে অবস্থিত আল-মদিনা বেকারিতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। প্রকাশ্য দিবালোকে বাসস্ট্যান্ডের মত জনাকীর্ণ স্হানে দোকানের শার্টার খুলে নগদ দশহাজার নয়শত পঞ্চাশ টাকা, একটি ভিভো Y20 মোবাইল এবং একটি মানিব্যাগ চোর নিয়ে যায়।
এব্যাপারে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক মোঃ মোশাররফ হোসেন।
অভিযোগের সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৭মে) সন্ধ্যার আগে মাগরিবের আজান হলে মোশাররফ হোসেন দোকানের শার্টার টেনে পাশে মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্য যান। আনুমানিক পনেরো মিনিট পরে তিনি এসে দেখেন দোকানের শার্টার খোলা। ভেতরে প্রবেশ করে দেখেন দুটো ক্যাশ বাক্সের তালা ভেঙে কে বা কাহারা নগদ ১০,৯৫০ টাকা, একটি ভিভো ওয়াই ২০ মডেলের মোবাইল ফোন এবং তার ব্যবহৃত মানিব্যাগটিও নিয়ে গেছে।
দোকান মালিক মোশাররফ হোসেন জানান, তিনি ভাবতেও পারেননি এত লোকজনের মধ্যে প্রকাশ্য দিবালোকে তার দোকানে শার্টার খুলে চুরি করতে পারে।
তিনি এব্যাপারে থানায় একটি জিডি করেছেন, যার নং ১১৫১।
এভাবে দিনে দুপুরে ঝিকরগাছার মুল বাসস্টান্ডে জনাকীর্ণ এলাকায় এধরনের দুঃসাহসিক চুরি দেখে উপস্থিত সকলে হতবাক হয়ে যান। এর আগেও ঝিকরগাছা বাজারে বিভিন্ন দোকান থেকে এরকম চুরি সংঘটিত হয়েছে।
এব্যাপারে স্থানীয় জনগন এবং ব্যবসায়ীরা সকলকে সতর্ক থাকাসহ প্রশাসনের নজরদারি বাড়ানোর আহবান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।