প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২২, ৯:৫৪ পি.এম
ঝিকরগাছায় আল মদিনা বেকারিতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

ঝিকরগাছা বাসস্ট্যান্ডে অবস্থিত আল-মদিনা বেকারিতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। প্রকাশ্য দিবালোকে বাসস্ট্যান্ডের মত জনাকীর্ণ স্হানে দোকানের শার্টার খুলে নগদ দশহাজার নয়শত পঞ্চাশ টাকা, একটি ভিভো Y20 মোবাইল এবং একটি মানিব্যাগ চোর নিয়ে যায়।
এব্যাপারে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক মোঃ মোশাররফ হোসেন।
অভিযোগের সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৭মে) সন্ধ্যার আগে মাগরিবের আজান হলে মোশাররফ হোসেন দোকানের শার্টার টেনে পাশে মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্য যান। আনুমানিক পনেরো মিনিট পরে তিনি এসে দেখেন দোকানের শার্টার খোলা। ভেতরে প্রবেশ করে দেখেন দুটো ক্যাশ বাক্সের তালা ভেঙে কে বা কাহারা নগদ ১০,৯৫০ টাকা, একটি ভিভো ওয়াই ২০ মডেলের মোবাইল ফোন এবং তার ব্যবহৃত মানিব্যাগটিও নিয়ে গেছে।
দোকান মালিক মোশাররফ হোসেন জানান, তিনি ভাবতেও পারেননি এত লোকজনের মধ্যে প্রকাশ্য দিবালোকে তার দোকানে শার্টার খুলে চুরি করতে পারে।
তিনি এব্যাপারে থানায় একটি জিডি করেছেন, যার নং ১১৫১।
এভাবে দিনে দুপুরে ঝিকরগাছার মুল বাসস্টান্ডে জনাকীর্ণ এলাকায় এধরনের দুঃসাহসিক চুরি দেখে উপস্থিত সকলে হতবাক হয়ে যান। এর আগেও ঝিকরগাছা বাজারে বিভিন্ন দোকান থেকে এরকম চুরি সংঘটিত হয়েছে।
এব্যাপারে স্থানীয় জনগন এবং ব্যবসায়ীরা সকলকে সতর্ক থাকাসহ প্রশাসনের নজরদারি বাড়ানোর আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho