Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ২৯ মে ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ইবিতে আবৃত্তি বিষয়ক কর্মশালা

ইবি প্রতিনিধি
মে ২৯, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুইদিনব্যাপী শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি,  সংবাদ উপস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা বিষয়ক বার্ষিক কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ এ কর্মশালার আয়োজন করে। রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টায় টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালাটি ২৯ ও ৩০মে দুই দিনব্যাপী চলবে।

উদ্বোধনী দিনে ‘আবৃত্তি আবৃত্তি’র সভাপতি নূরুল্লাহ মেহেদীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন  বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল (হ্যাপি), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রশিদুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনসহ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। কর্মশালাটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুন্নাহার লাকী।

সংগঠনটির সভাপতি নূরুল্লাহ মেহেদি বলেন, শুদ্ধতার চর্চা অব্যাহত রাখা ও সুস্থ সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা এ কর্মশালার আয়োজন করেছি। কর্মশালায় প্রশিক্ষকরা এ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিবেন যাতে তারা বিষয়টি অনুধাবন করতে পারেন।

প্রসঙ্গত, উদ্বোধন পরবর্তী সেশনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন ও সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। দ্বিতীয় দিনে (৩০ মে) প্রশিক্ষক হিসেবে থাকবেন কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত ও যমুনা টিভির সিনিয়র ব্রডকাস্ট সাংবাদিক আহমেদ রেজা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।