রোববার সকালে লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ প্রশাসক এড.মতিয়ার রহমান। এ মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি।আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এটিএম সুলতান আহমেদ।এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা গন তাদের বিদ্যুৎ বিল মওকুফ,নতুন মুক্তিযোদ্ধা ও ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি না করা,মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সহ সন্মানী বৃদ্ধির দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।