রাজবাড়ীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন এর নির্দেশনায় শনিবার (২৯ মে) সকালে জেলা ভোক্তা অধিকার এর (এ.ডি) কাজী রকিবুল হাসান শহরের বিভিন্ন অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল গুলোতে অভিযান পরিচালনা করেন।
৪টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং লাইসেন্স নবায়নের জন্য ৮টি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রাদন ও সতর্ক করা হয়।
অভিযান চলাকালে রাবেয়া হাসপাতলে ফ্রিজে সংরক্ষিত মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট পাওয়া যায় এবং দোষ স্বীকার করায় অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫১ধারায় ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মোঃ আবু হানিফ,সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. আক্কাস আলী, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রমানিক সহ সদর থানা পুলিশের একটি টিম।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।