পাবনায় বেড়া উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ মে) রবিবার পাবনা বেড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় প্রথমে পবিত্র কুরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত সম্মেলন শুরু করা হয়।
বেড়া বি বি স্কুল মাঠ প্রাংগনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাক্তার জনাবা রোকেয়া সুলতানা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি। বেড়া পৌরসভার মেয়র জনাব আছিফ শামস রঞ্জন। বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ রেজাউল হক বাবু। আমিনপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ এজাজ আহমেদ সোহাগসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হিসাবে জনাব মোঃ আছিফ শামস রঞ্জন এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ আবু সাইদের নাম ঘোষণা করা হয়।
এসময় নির্বাচিত প্রার্থীদের স্বমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্মমেলনের মাঠ।
এর আগে বিভিন্ন প্রার্থীর সমর্থনে খন্ড খন্ড মিছিল আসতে থাকে সম্মেলনের মাঠে। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে সম্মেলনের পুরো মাঠ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।