
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) আত্মহত্যা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে 'ল এওয়্যারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি' এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনটির সহ সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভীন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী ও অন্যান্য সদস্যসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. রেহেনা পারভীন বলেন, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে বিশেষ মেধা ও মননশীলতা দিয়ে সৃষ্টি করেছেন। আমরা যদি সেই মেধা ও মননশীলতাকে বেঁচে রাখি তাহলে আমদের মাঝে আর কোনো হতাশা কাজ করবে না।
তিনি বলেন, জীবনে বেঁচে থাকতে হলে আত্মসম্মানবোধ খুবই প্রয়োজন। প্রত্যেক মানুষের জীবনে বাধা,কিছু অপ্রত্যাশিত ঘটনা আসবেই যা তাদেরকে বিষাদগ্রস্ততা ও হতাশার দিকে নিয়ে যায়। কিন্তু আমাদেরকে এসব মোকাবেলা করেই বেঁচে থাকতে হবে। আমরা মানুষ। সৃষ্টিকর্তা আমাদেরকে সেরা হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকের নিজেদের মধ্যে যে যোগ্যতা আছে তা আমাদেরকে আমাদের কর্মের মাধ্যমে বিকশিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho