শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইবির খুলনা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টায় টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, আল কুরআন এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল গফুর গাজী, ট্যুরিজম এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ইফফাত আরা এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসিব হোসেন প্যারিস।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।  শেষে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও রেফেল ড্র ও সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ আবদুস সালাম বলেন,  বিশ্ববিদ্যালয়ে  এখন যে সময়টা তোমরা অতিবাহিত করছো, তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। অপার সম্ভাবনা বিকাশের জন্য তোমাদের এখন প্রস্তুত হওয়ার সময়। স্বপ্নকে বাস্তব রূপ দেয়ার জন্য তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও।

তিনি বলেন, পদ্মাসেতু আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নের সেতু এখন দৃশ্যমান হয়েছে। আন্তরিক ইচ্ছা, প্রচেষ্টা এবং প্রতিজ্ঞা থাকলে তোমরাও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে এই বিশ্ববিদ্যালয় এবং তোমাদের এলাকার মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে।

ইবির খুলনা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

প্রকাশের সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টায় টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, আল কুরআন এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল গফুর গাজী, ট্যুরিজম এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ইফফাত আরা এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসিব হোসেন প্যারিস।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।  শেষে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও রেফেল ড্র ও সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ আবদুস সালাম বলেন,  বিশ্ববিদ্যালয়ে  এখন যে সময়টা তোমরা অতিবাহিত করছো, তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। অপার সম্ভাবনা বিকাশের জন্য তোমাদের এখন প্রস্তুত হওয়ার সময়। স্বপ্নকে বাস্তব রূপ দেয়ার জন্য তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও।

তিনি বলেন, পদ্মাসেতু আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নের সেতু এখন দৃশ্যমান হয়েছে। আন্তরিক ইচ্ছা, প্রচেষ্টা এবং প্রতিজ্ঞা থাকলে তোমরাও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে এই বিশ্ববিদ্যালয় এবং তোমাদের এলাকার মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে।