রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক, প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু্ইজন। বুধবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন-পাংশার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের বছির মিয়ার ছেলে ইজিবাইকচালক নাসির মিয়া (৩৫), ইসলাম মন্ডলের স্ত্রী রাবেয়া (২৮), মুচিদাহ গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী মছিরন বেগম (৬০), কালুখালী উপজেলার বড় শাওরাইল গ্রামের মুকুলের স্ত্রী মর্জিনা (৩৫) ও ছেলে নয়ন (০৭), কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামের হেলালের স্ত্রী মরিয়ম (৪৫) ও মেয়ে শিলা (২৩)।
এ ব্যাপারে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার আর অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। তিনজন স্পটেই মারা গেছে।