Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ১ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

গরম তেলে শিশুর হাত ঝলসে দেওয়ার অভিযোগে বাবুর্চি আটক

যশোর প্রতিনিধি
জুন ১, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হোটেল থেকে বের হওয়ার সময় মায়ের সামনেই গরম তেল ছুড়ে আইমান রাহাত (১০) নামে এক শিশুর হাত ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মে) রাতে যশোর শহরের দড়াটানা মোড়ের ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত রাহাত অভয়নগরের চেঙ্গুটিয়া বাজার এলাকার জামাল মোল্লার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হোটেলটির বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ইব্রাহিম বিশ্বাস কেশবপুরের মঙ্গলঘর গ্রামের বাসিন্দা।

দগ্ধ রাহাতের খালু নাজমুল হাসান জানান, শিশুর মা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসেন। রাতে খাবার খেতে তারা ভৈরব হোটেলে যান। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে শিশুটির অসাবধানতাবশত ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শিশু রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেয় ইব্রাহিম। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, রাতে রাহাত নামে এক শিশুকে নিয়ে আসা হয়। তাকে জরুরি চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ঝলসে গেছে।

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল ইসলাম জানান, রাহাত নামে এক শিশুকে গরম তেল দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। এমন খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।