
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।
বুধবার (০১ জুন) বেলা ১২ টায় তিনি হলের প্রভোস্ট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। আগামী ০১ (এক) বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি শেখ রাসেল হলের সদ্যবিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মো. রবিউল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, সদ্যবিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. মো. শামসুল আলমসহ আরও অনেকে।
সদ্যদায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট ড. দেবাশীষ বলেন, এ হলের যারা শিক্ষার্থী আছে আমি তাদের বাবার বয়সী। সন্তানরা মিলেমিশে থাকলে বাবার আনন্দ হয়। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা ও সমস্যা সমাধানে হলের কর্মকর্তা কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho