প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২২, ৭:৩৮ পি.এম
যশোরে বুড়িগঙ্গা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আজ শুক্রবার (০৩ জুন) সকালে যশোর সদর উপজেলার বালুরঘাট গ্রামের বুড়িগঙ্গা নদী থেকে মফিজুর রহমান নামে একজনের মরদেহ উদ্বার করেছে পুলিশ। সে সদরের মথুরাপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। স্থানীয়রা নদী থেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সকাল ছয়টায় পুলিশ মফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এ এসআই মুনির হোসেন।
তিনি জানান,ধারণা করা হচ্ছে মফিজুর এজমা রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ তিনি অচেতন হয়ে বিভিন্ন স্থানে পড়ে যেতেন।শুক্রবার সকালে হাঁটতে বের হয়ে ছিলেন। নদীর পাড় দিয়ে হাঁটছিল। যা এলাকার লোকজন দেখেছেন। হাঁটতে হাঁটতেই হয়তো মাথা ঘুরে নদীর মধ্যে পড়ে যায়। পরে তার মরদেহ স্থানীয়রা দেখে তাকে খবর দেন। এভাবেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, মফিজুর দেনায় জর্জরিত ছিল। মানসিক দিক থেকে সে ভেঙে পড়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho