প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২২, ৯:৫০ পি.এম
ছাত্রকে মারপিটের ভিডিও ভাইরাল প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রকে মারধর করেছে বহিরাগত কয়েকজন যুবক। মুহুর্তেই ভিডিও ভাইরাল। দোষীদের গ্রেফতারের দাবীতে ছাত্র/ছাত্রীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।
জানাগেছে,কয়েক দিন আগে উপজেলার কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর কয়েকজন ছাত্রকে মারপিট করে বহিরাগত কয়েকজন যুবক। পরবর্তিতে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতির নেতৃীতে এক শালিস বৈঠক হয়। সেই বৈঠকে অত্র প্রতিষ্ঠানে ১০ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান লিখন স্বাক্ষী প্রদান করেন। তারই জেরধরে বৃহস্পতিবার বিকালে উক্ত বিদ্যালয়ের পিছনে মেহেদী হাসান লিখন কে নিয়ে গিয়ে তাকে মারধর করেন উক্ত এলাকার হোসায়নুর রহমান হিরুর ছেলে সিফাত ও দুলু এর ছেলে জয়। সেই মারধরের দৃশ্য ফেসবুকে লাইভ করতে থাকেন মাহবুবুর নামে অপর এক যুবক এবং কয়েক মিনিটের মধ্যে ভিডিওটি ডিলেট করে। পরে স্থানীয় লোকজন নির্যাতনের শিকার ছাত্র মেহেদী হাসান লিখনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। সেই ভিডিওটি শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে মেহেদী হাসান লিখন এর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দেন। শনিবার সকালে উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা এ ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবীতে অর্ধবার্ষিকী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেন। মেহেদী হাসান লিখন এর বন্ধু মুকুল,সাইফুল সহ অনেকে বলেন, যতক্ষন দোষীরা গ্রেফতার হবেনা ততক্ষন পর্যন্ত আমরা পরীক্ষা দিবোনা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন আমরা ছাত্র/ছাত্রীদের সাথে একাত্ততা প্রকাশ করছি সেই সাথে এই ন্যাক্কার জনক ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho