প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২২, ১:৪৭ পি.এম
সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত অর্ধশতাধিক

সাভারে ভয়াভহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক, এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার শ্যামলি সিএনজি প্যাম্পের সামনে এঘটনা ঘটে। পুলিশ বলছে,সকালে রাজধানীর ঢাকা থেকে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বহনকৃত একটি বাস সাভারে আসছিলেন। এসময় বাসটি বলিয়ারপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরে উঠিয়ে দিলে দুমুরে মুচরে যায়। এসময় সাভার থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি গরু বোঝাই ট্রাক ওই বাসটির পিছনে ধাক্কা দেয় ও সাভার থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহীবাসও ওই বাসটি ও ট্রাককে ধাক্কা দেয়। এসময় দুটি বাস ও ট্রাকের সকল যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা পৌকশলী কাওছার রাব্বি,আরিফুজ্জামান ও পুজা সরকারকে মৃত ঘোষনা করেন। এসময় আহতদের চিকিৎসা সেবা চলছে হাসপাতালে। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই সবুর খাঁন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho