Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ৫ জুন ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

শরণখোলায় বিশ্ব পরিবেশ দিবস পালন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 
জুন ৫, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ জুন সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নে সেন্টার ফর ডিজাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)র বাস্তবায়নে ও সিবিএম এর সহযোগিতায় সিডিডিআইডিআরএম এ্যান্ড সিসিএ প্রকল্পের আওতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “কেবলমাত্র একটাই পৃথিবী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও গাছ বিতরন করা হয়।

র‌্যালি শেষে তাফালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাউথখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন মীরের সভাপতিত্বে ও সিডিডি সাউথখালী অফিসের ফিল্ড কো-অর্ডিনেটর জনাব শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মিলন, তাফালবাড়ী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জনাব মানিক চাঁদ রায়, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মীর সরোয়ার হোসেন।

এছাড়া সাউথখালী ইউনিয়নের স্ব-সহায়ক দলের সদস্য, সিপিপি সদস্যবৃন্দ, ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষার অঙ্গীকার ব্যক্ত রেখে গাছ বিতরন করা হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।